নয়াদিল্লি: ওয়াগা সীমান্তে প্রতিদিন বিকেলেই ভারত ও পাকিস্তানের জাতীয় পতাকা নামানোর অনুষ্ঠান হয়। ভারতের পক্ষে বিএসএফ জওয়ানরা এবং পাকিস্তানের পক্ষ থেকে রেঞ্জাররা এই অনুষ্ঠানে যোগ দেন। সাধারণ মানুষের এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে যোগ দেওয়ার রীতি নেই। কিন্তু গতকাল বিকেলে এই রীতি ভঙ্গ করে কুচকাওয়াজে যোগ দেন পাকিস্তানের জাতীয় দলের পেসার হাসান আলি। তিনি বিএসএফ জওয়ান ও ভারতীয় দর্শকদের উদ্দেশে অঙ্গভঙ্গি করেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল।



রীতি ভেঙে হাসান এভাবে পতাকা নামানোর অনুষ্ঠানে যোগ দেওয়ায় অখুশি বিএসএফ। এই ঘটনার প্রতিবাদ জানানো হবে বলে জানা গিয়েছে। বিএসএফ-এর ইন্সপেক্টর জেনারেল মুকুল গোয়েল জানিয়েছেন, ‘দু’দেশেরই দর্শকরা গ্যালারি থেকে যে কোনওরকম আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করতে পারেন। কিন্তু কোনও সাধারণ মানুষ প্যারেডে বিঘ্ন ঘটাতে পারেন না। প্যারেড শুরু হওয়ার আগে বা পরে যে কেউ যে কোনও আচরণ করতে পারেন। কিন্তু প্যারেড চলাকালীন এরকম কিছু করা যায় না। এই ঘটনায় প্যারেডের পবিত্রতা নষ্ট হয়েছে। আমরা পাকিস্তানি রেঞ্জার্সের কাছে প্রতিবাদ জানাব।’



১৯৫৯ থেকে ওয়াগা সীমান্তে প্রতিদিন বিকেলে দু’দেশের সেনা জওয়ানরা জাতীয় পতাকা নামান। গতকাল সেখানেই যায় গোটা পাকিস্তান দল। আজ ইংল্যান্ড সফরে রওনা হওয়ার আগে লাহৌরে প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছিলেন পাক ক্রিকেটাররা। সেই শিবির শেষ হওয়ার পর তাঁরা ওয়াগা সীমান্তে যান। সেখানেই এই অঙ্গভঙ্গি করেন হাসান।