কাজে ফাঁকি দিয়ে সিনেমা দেখা! হাসপাতালকর্মীকে বরখাস্ত করলেন সিসোদিয়া
Web Desk, ABP Ananda | 18 Aug 2016 12:08 PM (IST)
নয়াদিল্লি: কাজে ফাঁকি দিয়ে সিনেমা দেখছিলেন দিল্লির এক সরকারি হাসপাতালের কর্মী। সেইসময় হঠাৎই হাসপাতাল পরিদর্শনে আসেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। খোদ আপ নেতার চোখ পড়ে যায় ওই কর্মীর দিকে। অন ডিউটিতে কাজ না করে সিনেমা দেখার অপরাধে ওই কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন সিসোদিয়া। ওই কর্মী যখন সিনেমা দেখছিলেন, সেই সময় ঘরের বাইরে বহু রোগী এবং তাঁদের আত্মীয়রা পরিষেবা পাওয়ার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে। কাজ করা তো দূরের কথা, ফাঁকা ঘরে বসে অফিসের কম্পিউটারে সিনেমা দেখছিলেন তিনি। এই দৃশ্যই চোখে পড়ে যায় সিসোদিয়ার। কখন পিছনে গিয়ে দাঁড়িয়ে তাঁর কীর্তি কলাপ দেখছেন উপ-মুখ্যমন্ত্রী, তা চোখেই পড়েনি ওই কর্মীর। ধরা পড়ে যাওয়ার পর ওই কর্মী বলেন, মাথা ব্যথার কারণেই সিনেমা দেখছিলেন তিনি। সিসোদিয়ার কাছে ক্ষমা চাইলেও বরফ গলেনি। ওই কর্মীকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন সিসোদিয়া। গোটা ঘটনার ভিডিও আপলোড করা হয়েছে আম আদমি পার্টির ফেসবুক পেজে...