নয়াদিল্লি: দশেরার দিন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেওয়া রাবণ-এর কুশপুতুল দাহ-র ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । কংগ্রেসের ছাত্র-শাখা সংগঠন এনএসইউআই এই ঘটনায় জড়িত বলে দাবি।
প্রসঙ্গত, দশেরার দিন রাবণ-বধের বদলে মোদীর ছবি দেওয়া কুশপুতুল দাহ করে জেএনইউ-র একদল পড়ুয়া। সেইসঙ্গে আপত্তিকর স্লোগান দিচ্ছিল বলেও অভিযোগ। অনিল মিনা নামে এক ব্যক্তি ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন। মিনা জানিয়েছেন, ভিডিওটি জেএনইউ ক্যাম্পাসের ভিতরেরই। তিনি স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন।

পাশাপাশি কংগ্রেস জানিয়েছে, তারা কোনও আপত্তিকর ভাষা সমর্থন করে না। তবে প্রতিবাদ করার অধিকার সবারই রয়েছে।
দিল্লির বিজেপি জেনারেল সেক্রেটারি আশিষ সুদ ঘটনার তীব্র নিন্দা করেছেন। বিরোধীদের আসল উদ্দেশ্য কী, সেই প্রশ্নও তোলেন তিনি।
সম্প্রতি বারবার বিভিন্ন ইস্যুতে উত্তাল হয়েছে জেএনইউ। এবছর ৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে ‘দেশবিরোধী’ স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে পড়ুয়াদের বিরুদ্ধে।


দেখুন ভাইরাল হয়ে যাওয়া ভিডিওটি-