নয়াদিল্লি: গভীর অরণ্যে রাস্তার ওপরই চলছে তর্জন-গর্জন। রক্তচক্ষু নিক্ষেপ। একে অপরের দিকে তেড়ে যাওয়া। কিছু দূরে দাঁড়িয়ে থাকা পর্যটকদের গাড়ি। ভ্রুক্ষেপই নেই বিবাদমান দম্পতির। হবেই বা কেন! তাঁরা যে জঙ্গলের রাজ পরিবারের সদস্য।

গুজরাতের গির অভয়ারণ্যে এক সিংহ দম্পতির লড়াই। অনতিদূরে দাঁড়িয়ে থাকা পর্যটকদের গাড়িগুলিকে যারা দেখছেই না। ঝগড়া করতে ব্যস্ত। একে অপরের দিকে থাবা চালাতেও দেখা গিয়েছে। আপাতত সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।



ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার তথা রাজনীতিবিদ জুবিন আশারা পুরো ঘটনাটি লেন্সবন্দি করেন। ২২ সেকেন্ডের ভিডিওটি প্রায় এক লক্ষ মানুষ দেখেছেন। অনেকে ট্যুইটারে মজা করে বলেছেন, স্বামী-স্ত্রীর মনোমালিন্য শুধু মনুষ্য সমাজে নয়, বনের প্রাণীদের মধ্যেও বিরাজমান।