শ্রীনগর: শ্রীনগরে বিক্ষোভরত যুবকদের হাতে জওয়ানদের প্রহৃত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ সিআরপিএফ। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে এই আধাসামরিক বাহিনী।


গত রবিবার, শ্রীনগর লোকসভা কেন্দ্রে উপ-নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে উপত্যাকার আইনশৃঙ্খলার পরিস্থিতি। বিক্ষোভকারীদের তাণ্ডবে কার্যত ভণ্ডুল হয়ে যায় ভোটগ্রহণ প্রক্রিয়া।


কোথাও আধাসামরিক বাহিনী ও পুলিশের দিকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। তো কোথাও ভোটগ্রহণ কেন্দ্রে হামলা-লুঠ চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আবার কোথাও, নিরাপত্তারক্ষী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাধে।


এর মধ্যেই একটি ভিডিও ফুটেজ প্রকাশ্য আসে। সেখানে দেখা যায়, কিছু বিক্ষোভকারী এক জওয়ানকে মাটিতে ফেলে বেধড়ক মারছে। তাঁকে লাথি মারা হচ্ছে। সিআরপিএফ জানিয়েছে, তারা ফুটেজ খতিয়ে দেখে জানতে পেরেছে তা আসল।


এরপরই, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় বাহিনীর তরফে। সিআরপিএফ-এর আইজি রবিদীপ সিংহ জানান, কোন কোম্পানির সঙ্গে এই ঘটনা ঘটেছে এবং সেই কোম্পানি কোথায় পোস্ট ছিল, সেই তথ্য এসেছে।


তিনি বলেন, ঘটনাটি ঘটেছে মধ্য কাশ্মীরের বাদগাম অঞ্চলের চাদুরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ক্রালপোরাতে। আইজি বলেন, ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে চাদুরা থানায় এফআইআর দায়ের করা হয়েছে। কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।


দেখুন সেই ভিডিও-