প্রথমে শোনা গিয়েছিল, এই সেনা কর্মী মেজর প্রফুল্ল। ভিডিওয় শোনা যাচ্ছে, আহত সেনা কর্মী নির্দেশ দিচ্ছেন, যারা আহত হয়েছে, সকলের নিরাপত্তা নিশ্চিত কর.. সদর দফতরে হামলার ব্যাপারে জানাও, গুলি চালাতে থাক। গুলি বারুদ যথেষ্ট রয়েছে। সিক্স ডেল্টাকে জানাও, অপারেশনের দায়িত্বে এখন তারা।
দেখুন ভিডিওটি
কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল ভি কে সিংহও এই ভিডিওটি তাঁর ফেসবুক পেজে শেয়ার করেছেন। তবে তিনি কারও নাম দেনমি। শুধু লিখেছেন, তরুণ অফিসাররাই ভারতীয় সেনার স্তম্ভ, তাঁরা সামনে থেকে নেতৃত্ব দেন।
পরে অবশ্য জানা গিয়েছে, ভিডিওটি বেশ পুরনো, এ বছরের ১৭ জানুয়ারি সিআরপিএফ তাদের টুইটার অ্যাকাউন্টে এটি শেয়ার করে। জানায়, আহত সেনা হলেন সিআরপির অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডার সতবন্ত সিংহ।
২০০৯-এ বস্তারে নকশালদের সঙ্গে সংঘর্ষে আহত হন সতবন্ত। তবে আনন্দের কথা, গুলি খেয়েও বেঁচে যান তিনি। সিআরপি থেকে অবসর নিয়ে তিনি এখন মুম্বইয়ে রিজার্ভ ব্যাঙ্কে কর্মরত।