ভিডিওতে দেখুন: ব্যাঙ্কের বাইরে ভিড় সামলাতে লাঠিচার্জ, গ্রাহককে চড় পুলিশের
Web Desk, ABP Ananda | 12 Nov 2016 11:28 PM (IST)
মরেনা(মধ্যপ্রদেশ): গিয়েছিলেন ব্যাঙ্কে টাকা জমা এবং বদল করতে, তার বদলে খেতে হল পুলিশের মার। ব্যাঙ্কের বাইরে দীর্ঘ লাইন সামলাতে লাঠিচার্জ, গ্রাহককে চড় মারল পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভিডিও। ভিডিটি মোরেনা থেকে ৪৩ কিমি দূরে পোরসা তহসিলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখার বাইরের। দেখা যাচ্ছে, সেখানে অপেক্ষমান গ্রাহকদের ওপর লাঠিচার্জ করছে পুলিশ। বেত, বেল্ট দিয়ে মারছে লাইনে দাঁড়িয়ে থাকা লোকজনদের। ধাক্কা মেরে ব্যাঙ্ক থেকে বের করে দিচ্ছে তাদের। শুধু তাই নয়, এক গ্রাহককে চড় মারার দৃশ্যও দেখা গিয়েছে ভিডিওতে। যদিও এই ভিডিও-র সত্যতা নিয়ে উঠেছে প্রশ্ন। জেলার এসপি বিনিত খান্না জানিয়েছেন, তাঁদের কাছে এরকম কোনও অভিযোগ জমা পড়েনি। তিনি জানিয়েছেন, ওই শাখায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। সেইসময় কিছু লোক অধৈর্য্য হয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের ব্যাঙ্ক থেকে বের করে দেন পুলিশকর্মীরা। হরিয়ানাতেও পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠেছে।