চিতোরগড়: প্রায় ৩০ মিনিট গাছের সঙ্গে বেঁধে ৩ দলিত কিশোরকে পেটাল জনতা। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুর থেকে ৩৫০ কিমি দূরে চিতোরগড়ের বাস্সি তেহসিলে।


মোটর সাইকেল চুরির অভিযোগে ওই ৩ দলিত কিশোরকে বেধড়ক মারে সমাজের ‘উচ্চশ্রেণি’র মানুষেরা। কঞ্জর গোষ্ঠীর ওই যুবকদের প্রত্যেকেরই বয়স ১৩-১৫-র মধ্যে। এই সম্প্রদায় সাধারণত ভৃত্যের কাজই করে। গাছের সঙ্গে বেঁধে চড়, থাপ্পড়, কিল, লাথি, বেধড়ক মারই শুধু নয়, তাদের জামা কাপড়ও খুলে নেওয়া হয় বলে অভিযোগ। ভয়ে কুঁকড়ে যায় তিন কিশোর। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করে এক প্রত্যক্ষদর্শী।

পুলিশ এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

কিন্তু এই বীভত্সতার পরও ‘দোষ’ হয়নি যারা মারল তাদের। পুলিশ গ্রামবাসীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাও নেয়নি। উল্টে ডাকাতির অভিযোগে ওই তিন কিশোরের বিরুদ্ধেই থানায় এফআইআর দায়ের করা হয়েছে। তাদের গ্রেফতারও করেছে পুলিশ। আপাতত জুভেনাইল হোমে রাখা হয়েছে তাদের।

ঘটনাটির ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। রাজ্য শিশু কল্যাণ মন্ত্রী অনিতা ভাদেল জানিয়েছেন, তিনি ভিডিওটি দেখেছেন। কী ঘটেছে বিশদে জানার জন্য তিনি চিতোরগড় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন। পুরো বিষয়টি জানার পরই এব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

এরপরই ভিডিওতে দেখা যাচ্ছে এমন কয়েকজনের মধ্যে ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বেশ কয়েকজনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছে।