নয়াদিল্লি: রাজীব চক মেট্রো স্টেশন। অফিস টাইম, ভিড়ে ঠাসা স্টেশনে ব্যস্ত পায়ের আনাগোনা। আচমকা থেমে গেলেন কেউ কেউ। চোখ আটকেছে প্ল্যাটফর্মের টেলিভিশন সেটে। বোরিং সব বিজ্ঞাপন ও উপদেশমূলক বিবৃতি দিতে অভ্যস্ত টিভি এসব আবার আচমকা কী দেখাচ্ছে!
৩০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে পরিষ্কার দেখাচ্ছে, মেট্রো স্টেশনের টিভিতে নীল ছবি দেখানো হয়েছে। বিশাল এক ভিডিও ওয়ালে সক্কলের জন্য প্রচারিত হয়েছে এই ছবি।
কেউ কেউ অবশ্য না খেয়াল করে হেঁটে বেরিয়ে গিয়েছেন কিন্তু অনেকেই দেখে ফেলেছেন, ঝপাত করে ক্যামেরা বন্দি করতেও ভুল হয়নি।
কী করে ঘটল এমন কাণ্ড? দিল্লি মেট্রো রেল কর্পোরেশন বলেছে, তদন্ত শুরু করেছে তারা। তবে দিল্লি পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে এখনও তাদের কাছে কোনও অভিযোগ আসেনি। মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, এ ধরনের ক্লিপ কী করে চলল, তাদের কোনও ধারণা নেই। তবে ওই এলইডি স্ক্রিন নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছিল, বেসরকারি একটি সংস্থা কাজ করছিল ওটা নিয়ে। ওই সংস্থাই কোনওভাবে ওই ক্লিপ চালিয়েছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।
তদন্তে যদি প্রমাণিত হয়, ৯ তারিখ শ্যুট হওয়া ওই ভিডিওর ছবি নকল নয়, বাস্তব, তবে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আচমকা নীল ছবি দিল্লির রাজীব চক মেট্রো স্টেশনের টেলিভিশনে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Apr 2017 06:39 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -