অমরাবতী: দলীয় প্রচারে গিয়ে ভক্তকে চড় মারলেন তেলুগু অভিনেতা তথা টিডিপি বিধায়ক নন্দমুরি বালকৃষ্ণ। ভিডিওতে ধরা পড়েছে গোটা ঘটনা।

খবরে প্রকাশ, উপ-নির্বাচনের আগে দলীয় প্রচারে বুধবার কুরনুলের নান্দিয়ালে গিয়েছিলেন বালকৃষ্ণ। সেখানে প্রচার শেষে যখন তিনি হোটেলে ফেরেন, সেই সময় লবিতে এক ভক্ত তাঁকে ঘিরে ধরেন।

ভিডিওতে দেখুন:

[embed]https://twitter.com/ANI/status/898076977772417024[/embed]

ভিডিওতে দেখা গিয়েছে, হোটেলে তাঁকে স্বাগত জানাতে বিশালকায় মালা নিয়ে অপেক্ষা করছিলেন কয়েকজন অনুগামী। অভিনেতা আসতেই ঠেলাঠলি লেগে যায়। এক ভক্ত তখন তাঁর পায়ে কার্যত পড়ে যান। তখন আচমকা ওই ভক্তকে ঠেলে তাঁর গালে চড় কষিয়ে দেন হিন্দুপুরের বিধায়ক।

যদিও, বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ টিডিপি। দলের এক নেতা জানান, সারাদিনের প্রচার শেষে তিনি ক্লান্ত ছিলেন। তারমধ্যে ওই ভক্ত তাঁর পায়ে পড়ে যান। তিনি তাঁকে ঠেলে সরিয়ে দেন মাত্র। প্রসঙ্গত, সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর শ্যালক হন বালকৃষ্ণ।