ভিডিওতে দেখুন: ফ্রিজ খুলে শঙ্খচূড় দেখে তাজ্জব তেলঙ্গানার কিশোরী
ABP Ananda, web desk | 14 Apr 2017 07:57 AM (IST)
ফাইল ছবি
সিরসিলা: গরম বাড়ছে। তাপমাত্রার পারদ বাড়ায় তীব্র অস্বস্তিতে মানুষ। স্নান, এসি-তে স্বস্তি খুঁজছে মানুষ। ব্যতিক্রম নয় পশুকূলও। সটান ফ্রিজের মধ্যে ঢুকে পড়ল একটি শঙ্খচূড়। তেলঙ্গানার এক কিশোরীর ফ্রিজ খুলে কেউটেকে দেখে হাত-পা ঠাণ্ডা হওয়ার যোগাড়। সিরসিলা গ্রামের ওই কিশোরী দেখল, ফ্রিজের ভেতরে ঢুকে বসে রয়েছে প্রায় চার ফুট লম্বা একটা শঙ্খচূড় সাপ। কিশোরীর চিত্কার শুনে অন্যান্যরা ছুটে আসেন। পরে এক সাপুড়েকে খবর দেওয়া হয়। তিনি সাপটিকে ফ্রিজ থেকে বের করেন। দেখুন ভিডিও