লখনউ: আজ মধ্যরাত থেকেই সূচনা হচ্ছে পণ্য ও পরিষেবা কর (জিএসটি)। দেশের পরোক্ষ করকাঠামোর ক্ষেত্রে সর্ববৃহত্ সংস্কারের সূচনা অনুষ্ঠান স্মরণীয় করে রাখতে মধ্যরাতে সংসদের সেন্ট্রাল হলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে এনডিএ সরকার। অথচ জিএসটি-র পুরো কথাটা জানা নেই উত্তরপ্রদেশের বিজেপি সরকারের এক মন্ত্রীর। সাংবাদিকরা জিএসটি-র পুরো কথা কী, তা জানতে চাইলে হোঁচট খেলেন উত্তরপ্রদেশের তপশিলি জাতি ও উপজাতি কল্যাণ দফতরের মন্ত্রী রামাপতি শাস্ত্রী।





আসলে মন্ত্রীমশায় এসেছিলেন মহারাজগঞ্জের ব্যবসায়ীদের এই বহুচর্চিত করব্যবস্থার সুফল বোঝাতে। সেই সময় জিএসটি-র পুরো কথা জানতে চাওয়া হয় রামপতির কাছে। পিছন থেকে একজন মন্ত্রীকে সাহায্য করার চেষ্টা করছিলেন। কিন্তু ওই ব্যক্তির কথার সূত্র ব্যবহার করতেও পারেননি মন্ত্রী। সব কিছু গুলিয়ে যাচ্ছে দেখে মন্ত্রী সাফাই দেন, জিএসটি-র পুরো কথাটা তাঁর জানাই আছে। কিন্তু এখন মনে করতে পারছেন না। মহারাজগঞ্জের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রামাপতি সাফাই দিয়ে বলেন, জিএসটি সম্পর্কে আরও জানতে তিনি সংশ্লিষ্ট নথিপত্র ঘেঁটে দেখছেন।
উল্লেখ্য, এই ঘটনার মাত্র দুদিন আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর মন্ত্রিসভার সদস্যদের জন্য একটি ওয়ার্কশপের আয়োজন করেছিলেন। ওই ওয়ার্কশপে জিএসটি-র খুঁটিনাটি  বোঝানো হয়।
এর আগে মুখ্যমন্ত্রী মানুষকে জিএসটির সুফল বোঝানোর জন্য মন্ত্রীদের নির্দেশ দিয়েছিলেন। রাজ্যের তথ্য দফতরকে এ বিষয়ে সচেতনতা প্রসারের নির্দেশ দেওয়া হয়েছিল।