বেঙ্গালুরু: কর্নাটকের চামরাজনগর জেলায় গুন্দালপেট বিধানসভা আসনের উপনির্বাচনের আগে বিজেপির রাজ্য সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার এক মহিলাকে টাকা দেওয়ার ঘটনা ধরা পড়ল ক্যামেরায়।

ভিডিওতে ওই মহিলার হাতে ২০০০ টাকার নোটের বান্ডিল তুলে দিতে দেখা গিয়েছে ইয়েদুরাপ্পাকে। সম্প্রতি ওই মহিলার স্বামী আত্মঘাতী হয়েছিলেন। তিনি ছিলেন পেশায় কৃষক।

এই ঘটনায় কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে ইয়েদুরাপ্পার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। বিজেপি নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কংগ্রেস। দলের নেতা ভি হনুমন্ত রাওয়ের অভিযোগ, উপনির্বাচনের আগে ঘুষ দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।



হনুমন্ত রাও আরও বলেছেন, বিজেপি দুর্নীতি দূর করার কথা বলে। অথচ তাদের দলেরই নেতারা উপনির্বাচনের আগে লোকজনকে ঘুষ দিচ্ছেন। এ ধরনের কার্যকলাপকে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ বলে দাবি করে কংগ্রেস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে। বিজেপি সাংসদ রেনুকাচার্যর বিরুদ্ধেও কংগ্রেস অভিযোগ দায়ের করেছে। কংগ্রেসের অভিযোগ, গুন্দালপেটে ইয়েদুরাপ্পা ১ লক্ষ টাকা এবং রেনুকাচার্য পাঁচ লক্ষ টাকা বিলি করেছেন। আজ গুন্দালপেটের উপনির্বাচন। ভোট গণনা ১৩ এপ্রিল।