নয়াদিল্লি: ভিডিওকন ঋণখেলাপি মামলায় আইসিআইসিআই ব্যাঙ্কের এমডি তথা সিইও ছন্দা কোচারের স্বাম দীপককে নোটিস ধরাল আয়কর দফতর।
দফতর সূত্রে খবর, আয়কর আইনের ১৩১ ধারা অনুযায়ী নোটিস পাঠিয়ে দীপক কোচারকে নির্দেশ দেওয়া হয়েছে, গত কয়েক বছরের ব্যক্তিগত আর্থিক লেনদেন ও রিটার্ন জমার নথি পেশ করতে। একইসঙ্গে, নিউপাওয়ার রিনিউএবল সংস্থার সঙ্গে হওয়া ব্যবসায়িক লেনদেনের বিস্তারিত তথ্যও চাওয়া হয়েছে।
আয়কর দফতর জানিয়েছে, ওই সংস্থা এবং তার সঙ্গে জড়িতদের আর্থিক দিকগুলি খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। দীপক ছাড়াও, একই নোটিস সংস্থার অন্যান্য অংশীদারকেও পাঠানো হয়েছে। সবার উত্তর খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আয়কর আধিকারিকরা।
আয়কর দফতর সূত্রে খবর, প্রাথমিক তদন্তে রয়েছে দীপকের নাম। তাঁকে শীঘ্রই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে। ২০১২ সালের ভিডিওকন গ্রুপের নেওয়া ৩,২৫০ কোটি টাকা ঋণের ঘটনায় প্রাথমিক তদন্তের অন্তর্গত ইতিমধ্যেই আইসিআইসিআই ব্যাঙ্কের বেশ কয়েকজন পদস্থ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।
সম্প্রতি, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ পায় যে, দীপকের সংস্থার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে ভিডিওকন কর্ণধার বেণুগোপাল ধুতের। এর প্রেক্ষিতেই ধুত, দীপক সহ বেশ কয়েকজনের নামে প্রাথমিক তদন্ত শুরু করেছে সিবিআই। সাধারণত, কারও বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার আগে, প্রথা অনুযায়ী প্রাথমিক তদন্ত চালায় সিবিআই।