সমাজবাদী পেনশন যোজনায় সামিল হওয়ার জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বিদ্যাকে ধন্যবাদ জানিয়েছেন। গত শুক্রবার এক অনুষ্ঠানে অখিলেশ বলেন, রাজ্য সরকারের বৃহত্তম প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমরা বিদ্যা বালনের প্রতি কৃতজ্ঞ।
উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় সরকারের ঘর ঘর শৌচালয় কর্মসূচীর প্রচারেও দেখা গিয়েছে বিদ্যাকে। এবার উত্তরপ্রদেশের সরকারের প্রকল্পের জন্য আগামী দিনে প্রচারে দেখা যাবে তাঁকে।
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেনশন প্রকল্পটির প্রশংসাও করেছেন বিদ্যা। রাজ্যের দরিদ্র মহিলাদের মাসে ৫০০ টাকা দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। এতে উপকৃত হবেন প্রায় ৫০ লক্ষ মানুষ।