মুম্বই: লন্ডনে থাকা লিকার ব্যারন বিজয় মাল্যকে ‘ঘোষিত অপরাধী’ হিসেবে উল্লেখ করল বিশেষ আদালত।


এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র আবেদনের ভিত্তিতে আর্থিক তছরুপ মামলায় এদিন এই রায় দেয় বিশেষ আদালত। বিচারক পি আর ভাবকে বলেন, ইডির আবেদনকে স্বীকৃতি দিয়ে মাল্যর বিরুদ্ধে ঘোষণা জারি করা হল।

এর আগে আদালতে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৮২ ধারা অনুযায়ী মাল্যর বিরুদ্ধে এই নির্দেশ জারি করার আবেদন করেছিল ইডি। তদন্তকারী সংস্থার দাবি ছিল, আর্থিক তছরুপ সংক্রান্ত বিভিন্ন মামলায় মাল্যর বিরুদ্ধে জামিন-অযোগ্য সমেত বহু গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এমতাবস্থায় তাঁকে অপরাধী হিসেবে গণ্য করা হোক বলে ইডি নিজেদের আবেদনে জানায়।

এদিন শুনানিতে ইডি-র তরফে আরও জানানো হয়, চেক বাউন্স সহ বিভিন্ন মামলা ঝুলে রয়েছে। পাশাপাশি, আর্থিক তছরুপ মামলাতেও তিনি ‘পলাতক’। অথচ, এই মামলাগুলিতে তদন্তের স্বার্থে তাঁর উপস্থিতি ভীষণভাবে প্রয়োজন ছিল। এই প্রসঙ্গে এদিন আদালতে বিভিন্ন মামলার স্টেটাস রিপোর্টও দাখিল করা হয় ইডি-র তরফে।

প্রসঙ্গত, একজন ব্যক্তিকে কোনও ফৌজদারি মামলায় ‘ঘোষিত অপরাধী’ করা হয় যখন আদালতের মনে হয় যে, গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সত্ত্বেও সেই সংশ্লিষ্ট ব্যক্তি পালিয়েছে অথবা এমনভাবে আত্মগোপন করে রয়েছে, যাতে পরোয়ানা কার্যকর না করা যায়।

ফৌজদারি দণ্ডবিধির ৮২ ধারা অনুযায়ী, যাকে আদালত ‘ঘোষিত অপরাধী’ হিসেবে উল্লেখ করে, সেই নির্দেশ জারি হওয়ার ৩০ দিনের মধ্যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে তাঁকে হাজির হতে হয়। ইডি জানিয়েছে, যদি মাল্য এই ৩০ দিনের মধ্যে হাজিরা না দেন, তাহলে আইনানুসারে তাঁর সম্পত্তিকে যুক্ত করা হতে পারে।

৯ হাজার কোটি টাকার ব্যাঙ্কঋণ তছরুপ মামলায় মাল্যর বিরুদ্ধে সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করেছে ইডি। এরমধ্যে মাল্যর পাসপোর্ট বাতিল করা ছাড়াও শিল্পপতির বিরুদ্ধে ইন্টারপোলের সহায়তাও চাওয়া হয়েছে। পাশাপাশি, মাল্যকে দেশে প্রত্যর্পণের জন্য ব্রিটেনের সঙ্গে বিশেষ চুক্তি স্বাক্ষর করার কথা ভাবছে কেন্দ্র।