নয়াদিল্লি: ফেরা আইন লঙ্ঘন মামলায় বারবার সমন দেওয়া সত্ত্বেও হাজিরা না দেওয়ায় বিজয় মাল্যকে অপরাধী ঘোষণা করল দিল্লির একটি আদালত। বিচারপতি দীপক শেরাওয়াত বলেছেন, ‘বিজয় মাল্য ৩০ দিনের মধ্যে আদালতে হাজিরা দেননি। তাঁর কোনও প্রতিনিধিও আসেননি। সেই কারণেই তাঁকে অপরাধী ঘোষণা করা হল।’

গত ১২ এপ্রিল মাল্যর বিরুদ্ধে ‘ওপেন-এন্ডেড জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা’ জারি করে আদালত। এই ধরনের পরোয়ানার ক্ষেত্রে বিচার ও সাজা ঘোষণার জন্য নির্দিষ্ট কোনও সময়সীমা থাকে না। এর আগে ২০১৬ সালের ৪ নভেম্বর মাল্যর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। সেদিন আদালত বলেছিল, মাল্যর বিরুদ্ধে একাধিক মামলা করা হলেও, তাঁর দেশে ফেরার কোনও আগ্রহ দেখা যাচ্ছে না। তিনি পাসপোর্ট বাজেয়াপ্ত হওয়াকে দেশে ফিরতে না পারার কারণ হিসেবে দেখালেও, সেটা বাজে অজুহাত ছাড়া আর কিছুই নয়। আইনের প্রতি শ্রদ্ধাশীল নন মাল্য।