মুম্বই: ঘাড়ে চেপে বসেছে ইডি, সিবিআইয়ের ফাঁস। তাঁকে গ্রেফতার করতে ইন্টারপোলেরও দ্বারস্থ হয়েছে ইডি। এই অবস্থায় শর্ত দিয়ে দেশে ফেরার ইচ্ছে প্রকাশ করলেন বিজয় মাল্য। বললেন, দেশে ফিরতে তাঁর আপত্তি নেই। কিন্তু তাঁর নিরাপত্তা ও স্বাধীনতা সম্পর্কে নিশ্চয়তা দিতে হবে। এক কথায়, গ্রেফতার করা চলবে না।
শুক্রবার মুম্বইয়ে মাল্যর ইউনাইটেড ব্রিউয়ারিজ লিমিটেডের বোর্ড মিটিং ছিল। লন্ডন থেকে ভি়ডিও কনফারেন্সের মাধ্যমে তাতে যোগ দেন মাল্য। সেখানেই দাবি করেন, তাঁর বিরুদ্ধে আদালতে যাওয়া প্রধান ঋণদাতা এসবিআইয়ের সঙ্গে তাঁর বোঝাপড়া হয়েছে, ঋণশোধের ব্যাপারে দ্রুত অগ্রগতি হবে বলে তিনি আশাবাদী। বোর্ডের অন্যতম সদস্য বায়োকন মালিক কিরণ মজুমদার শ জানিয়েছেন, মাল্য মন্তব্য করেছেন, যাবতীয় প্রশ্নের জবাব দিতে তিনি দেশে ফিরতে রাজি কিন্তু স্বাধীনতা ও নিরাপত্তার ব্যাপারে তাঁকে নিশ্চয়তা দিতে হবে। যদিও এ বিষয়ে মাল্যর সরাসরি অভিমত জানা যায়নি।
মিটিংয়ে কিংফিশার মালিক আরও দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে বেআইনি টাকা লেনদেনের ভুল অভিযোগ আনা হয়েছে, তিনি কোনও অপরাধ করেননি, ঋণদাতা ব্যাঙ্কগুলির সঙ্গে বোঝাপড়ার আপ্রাণ চেষ্টা করছেন। কর্নাটক হাইকোর্ট তাঁর কোম্পানির অ্যাকাউন্ট ও সম্পত্তি সিল করে না দিলে কিংফিশার এয়ারলাইন্সের কর্মীদের পাওয়াগন্ডাও আগেই মিটিয়ে দিতে পারতেন বলেও মাল্যর দাবি।
গ্রেফতারি নয়, শর্তে দেশে ফিরতে চান বিজয় মাল্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 May 2016 08:39 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -