নয়াদিল্লি: তাঁর বিরুদ্ধে ঋণখেলাপের অভিযোগের তদন্ত নিরপেক্ষ ও যথাযথভাবে হচ্ছে না বলে দাবি করলেন লিকার ব্যারন বিজয় মাল্য। রাজ্যসভার প্রাক্তন সদস্যের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপর জোর দিলেও, তদন্তকারী সংস্থাগুলি সে কথা মানছে না। দুর্নীতিমুক্ত প্রধানমন্ত্রীর উচিত ন্যায্য, পক্ষপাতশূন্য ও বৈধ বিচারের ব্যবস্থা করা।


৯,৪০০ কোটি টাকা ঋণখেলাপের অভিযোগ রয়েছে মাল্যর বিরুদ্ধে। তিনি গ্রেফতারি এড়াতে গত বছরের মার্চ মাসে দেশ ছেড়ে পালিয়েছেন। এখন তিনি লন্ডনে আছেন বলে খবর। সেখান থেকেই ট্যুইটে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন মাল্য। তাঁর দাবি, তিনি কোনও অন্যায় করেননি। ঋণ শোধ করার বিষয়ে ব্যাঙ্কের সঙ্গে কথা বলছেন। সংবাদমাধ্যম তাঁর ট্যুইটের ভুল ব্যাখ্যা করছে বলেও দাবি মাল্যর।