গুজরাতে আগামী বছরই বিধানসভা নির্বাচন। রূপানির কাঁধে দলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্যে বিধানসভা ভোটের বৈতরণী পার করে দেওয়ার গুরুদায়িত্বও এসে পড়ল। তিনিই দলকে ভোটে নেতৃত্ব দেবেন।
আনন্দীবেন গত সপ্তাহে ফেসবুক পোস্টে জানান, আগামী নভেম্বরে তিনি ৭৫ পূর্ণ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেহেতু কেন্দ্র ও রাজ্যস্তরে মন্ত্রী হওয়ার ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমী ৭৫-এই বেঁধে দিয়েছেন, সে কথা মাথায় রেখেই তিনি মুখ্যমন্ত্রিত্ব ছাড়ছেন। গত সোমবার বিজেপি সংসদীয় বোর্ড আনন্দীবেনের সেই প্রস্তাব গ্রহণ করে। কিন্তু রাজনৈতিক মহলের ব্যাখ্যা, একটানা দীর্ঘদিন ক্ষমতায় থাকা বিজেপি গুজরাতে সাম্প্রতিক পতিদার সংরক্ষণ আন্দোলন, উনায় দলিত নিগ্রহ, পুরভোটে গ্রামীণ এলাকায় ব্যাপক ভরাডুবির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে। মার খেয়েছে দলের ভাবমূর্তি। এর কিছুটা দায় মাথায় নিয়েই সরে গেলেন আনন্দীবেন। এবার চ্যালেঞ্জ মোকাবিলা কীভাবে করেন রূপানি, সেটাই দেখার। রবিবার তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন।