লাতেহার: শৌচাগার নির্মাণের কাজে যুক্ত এক ঠিকাদারের কাছ থেকে ১৫,০০০ টাকা চাওয়ায় এক মাওবাদীকে পিটিয়ে মারার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের লাতেহার জেলার বারিয়াটু গ্রামে। মোট পাঁচজন মাওবাদী জোর করে টাকা আদায় করতে এসেছিল। গ্রামবাসীদের মারে তাদের মধ্যে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং একজন গুরুতর জখম হয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। বাকি তিনজন মাওবাদী পালিয়ে যায়। সংঘর্ষে একজন গ্রামবাসীও আহত হন।
গ্রামবাসীদের অভিযোগ, গ্রামে যে কোনও নির্মাণকার্য শুরু হলেই মাওবাদীরা টাকা দাবি করে। প্রথমে ফোন করে টাকা চাওয়া হয়। দাবি পূরণ না হলে সংশ্লিষ্ট ব্যক্তির উপর চড়াও হয়ে তাঁকে মারধর করে মাওবাদীরা। এই ঘটনা বারবার ঘটতে থাকায় সবাই ক্ষুব্ধ ছিলেন। সেই কারণেই মাওবাদীদের পাল্টা মারধর করা হয়েছে।
বীরেন্দ্র সিংহ নামে যে ঠিকাদারের কাছ থেকে টাকা চেয়েছিল মাওবাদীরা তিনি এ বিষয়ে বলেছেন, ‘আমি টাকা দিতে অস্বীকার করায় মাওবাদীরা ফোন করে হুমকি দেয়। এরপর বৃহস্পতিবার মাঝরাতে ওরা আমার বাড়িতে এসে আমাকে মারতে শুরু করে। আমি বাঁচার জন্য বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ছুটতে থাকি। তখনই গ্রামবাসীরা এসে দু’জন মাওবাদীকে ধরে ফেলে মারতে শুরু করেন।’
জোর করে টাকা আদায়ের চেষ্টা, ঝাড়খণ্ডে এক মাওবাদীকে পিটিয়ে মারলেন গ্রামবাসীরা
Web Desk, ABP Ananda
Updated at:
14 Jul 2018 05:23 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -