চণ্ডীগড়: মাওবাদী হামলায় হত সিআরপিএফ জওয়ানের স্মৃতির উদ্দেশ্যে শহিদ বেদী বানাতে উদ্যোগী কার্নাল জেলার গ্রামের মানুষরা। শহিদ জওয়ান রাম মেহারের স্মৃতির উদ্দেশ্যে কার্নালের বাসিন্দারা একটি করে ইঁট, এক বস্তা সিমেন্ট আবার অনেকে নিজেদের একদিনের বেতন দান করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে জওয়ানের বাড়ির লোকেরা মৃত ব্যক্তির স্মৃতিতে একটি কুস্তির আখড়া বানানোর জন্যে জমি দান করেছে।
প্রসঙ্গত, রাম মেহেরার স্মৃতিতে এই বেদী বানানোর সিদ্ধান্ত নিয়েছেন চণ্ডীগড়ের বাসিন্দা সঞ্জীব রানা। তাঁর শুরু করা প্রকল্পের নাম এক ইঁট শহিদ কে নাম। এই প্রকল্পের আওতাতেই তিনি কার্নালের বাসিন্দাদের একটি করে ইঁট, বা এক বস্তা সিমেন্ট অথবা নিজেদের একদিনের আয় দেওয়ার আর্জি জানিয়েছেন। এরসঙ্গে তিনি আরও বলেন, সরকারের ওপর এরজন্যে ভরসা করাও উচিত্ নয়। জওয়ানরা প্রথমে মানুষদের, তারপর সরকারের।
এছাড়া গ্রামে ওই জওয়ানের স্মৃতিতে যে আখড়া তৈরি হচ্ছে, সেটাও শীঘ্রই বানিয়ে ফেলতে চান। আশা করা হচ্ছে আগামী দুমাসের মধ্যে সেই আখড়া বানানো শেষ হবে।
মাওবাদী হামলায় হত সিআরপিএফ জওয়ানের স্মৃতিতে বেদী বানাতে একটি করে ইঁট, এক বস্তা সিমেন্ট, একদিনের মজুরী দিচ্ছেন গ্রামবাসীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 May 2017 01:12 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -