জামশেদপুর: ছেলেধরা সন্দেহে সরাইকেল্লা-খরসওয়ান জেলায় ছজনকে বেধড়র মার গ্রামবাসীদের। রাজনগর থানার থেকে অল্প কিছু দূরত্বেই ঘটনাটি ঘটেছে। আক্রান্ত ব্যক্তিদের উদ্ধারে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে দুটি পুলিশের গাড়িতেই ভাঙচুর চালায় হামলাকারীরা। পুলিশকে লক্ষ্য করে পাথরও ছোঁড়া হয়, ঘটনায় আক্রান্ত বেশ কয়েকজন পুলিশকর্মী।
এলাকার সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ প্রশান্ত আনন্দ জানিয়েছেন, গতকাল রাতে নাগাডি এলাকায় বাগবেরা থানা থেকে সামান্য কিছু দূরত্বে গ্রামবাসীরা ছেলেধরা সন্দেহে তিন ব্যক্তিকে বেধড়ক পেটায়। এরমধ্যে একজনের নাম উত্তম কুমার বর্মা, তিনি হলেন যুগসালাইয়ের বাসিন্দা। অপর আক্রান্ত ব্যক্তির নাম গনেশ কুমার গুপ্ত, বাগবেরা এলাকার বাসিন্দা। আরেক ব্যক্তিকে এখনও সনাক্ত করা যায়নি। এই মারধরের ঘটনায় এক বৃদ্ধারও আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাঁকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আপাতত এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে। এর আগে আজ সকালে ছেলেধরা সন্দেহে সোসোমোলি গ্রামে দুই ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয়। শোভাপুর গ্রামে আরও একজনকে ওই একই অভিযোগে বেধড়ক মারা হয়েছে। কয়েকজন অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযুক্ত ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রসঙ্গত, গ্রামবাসীদের অভিযোগ পূর্ব সিংহভূম জেলার জাদুগোড়া গ্রামে বাচ্চা অপহরণ করে এরা। যদিও এধরনের গুজব রটাতে গ্রামবাসীদের বারণ করেছে পুলিশ প্রশাসন।
ছেলেধরা সন্দেহে ছ জনকে বেধড়ক মার জামশেদপুরের কাছে গ্রামে, ঘটনাস্থলে গেলে পুলিশকেও আক্রমণ, পরিস্থিতি অগ্নিগর্ভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 May 2017 03:53 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -