এলাহাবাদ: রাজস্থানের আলোয়ারে গোপাচারের সন্দেহে এক ব্যক্তির গণপিটুনিতে হত্যার অভিযোগে শোরগোলের মধ্যেই বিস্ফোরক বিনয় কাটিয়ার। বিজেপির এই বিতর্কিত নেতার দাবি, দেশে গোহত্যা বন্ধ না হলে গণপিটুনিও বন্ধ হবে না, উল্টে বেড়ে যাবে।
তিনি বলেছেন, গরুকে ভক্তিভরে দেবজ্ঞানে চোখে পূজা করা গ্রামের মানুষের অনুভূতির কথা মাথায় রাখতে হবে, যারা গোহত্যা করছে তাদের। গ্রামের লোকজন গোহত্যা নিয়ে সচেতন হচ্ছেন দিনদিন, তাঁদের ভাবাবেগকে সম্মান করা উচিত মুসলিমদের।
কাটিয়ারের মতে, যেভাবে গণপিটুনির ঘটনাকে অন্যায় বলা হচ্ছে, তেমনই গোহত্যাও ঠিক নয়। কারণ এর সঙ্গে দেশের কোটি কোটি মানুষের ভাবাবেগ জড়িয়ে রয়েছে। গোহত্যার ব্যাপারে মুখ বুজে থাকা যায় না। গণপিটুনির নিন্দায় যারা সরব, তারা কী করে গোহত্যায় চুপ থাকেন, সেই প্রশ্নও উঠবে।
আলোয়ারের ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগের তদন্ত চেয়েছেন তিনি। পুলিশের বিরুদ্ধে জখম যুবককে হাসপাতালে নিয়ে যেতে দেরি করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সত্যিই বিলম্ব হয়ে থাকলে তার কারণ খতিয়ে দেখা উচিত।
কাটিয়ারের অভিমত, আলোয়ারের ঘটনাটি দুঃখজনক, কিন্তু পাশাপাশি এটাও বোঝা জরুরি যে, গোহত্যায় ক্ষুব্ধ হয়েই লোকে গণপিটুনি দেয়।
অযোধ্যায় রামমন্দির নির্মাণের ইস্যুতেও বিতর্কিত মন্তব্য করেন তিনি। অবিলম্বে মন্দির নির্মাণ শুরু না হলে এবার এসপার, ওসপার হয়ে যাবে, ১৯৯২-এর চেয়েও বড় অশান্তি হবে বলে হুঁশিয়ারি দেন কাটিয়ার।
গোহত্যা বন্ধ না হলে গণপিটুনিও বন্ধ হবে না, বিতর্কিত মন্তব্য বিনয় কাটিয়ারের
Web Desk, ABP Ananda
Updated at:
24 Jul 2018 04:09 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -