কালবুর্গি: জায়গাটি করোনা হটস্পট হিসাবে চিহ্নিত। চলছে লকডাউন। অথচ সেসবের তোয়াক্কা না করে ধর্মীয় সমাবেশ হয়ে গেল!
লকডাউন চলাকালীন ধর্মীয় সমাবেশের অনুমতি না দেওয়ার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু কর্নাটকের কালবুর্গি এলাকার সিদ্ধলিঙ্গেশ্বর মন্দিরে দেখা গেল নিয়মভঙ্গের ভয়াবহ ছবি। লকডাউন ভেঙে বার্ষিক রথযাত্রা উৎসবে মেতে উঠল সাধারণ মানুষ। অথচ এই কালবুর্গি করোনা হটস্পট এবং এই জেলায় মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এমনকী, করোনায় আক্রান্ত হয়ে দেশের প্রথম মৃত্যুও হয়েছিল এখানেই। ঘটনার সমালোচনায় সরব বিভিন্ন মহল।
মন্দির কমিটির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ১৪৩ ও ২৬৯ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। যদিও পুলিশের তরফে দাবি করা হয়েছে, আগে মন্দির কমিটি জানিয়েছিল এই অনুষ্ঠান হবে না। কিন্তু তারাই পরে নিয়ম ভেঙে তা আয়োজন করে। আয়োজকদের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে এক পুলিশকর্মী ও জেলা প্রশাসনের এক কর্তাকে।
করোনা হটস্পট, অথচ লকডাউনের তোয়াক্কা না করে কালবুর্গিতে মন্দিরের অনুষ্ঠানে ভক্তদের জমায়েত, গ্রেফতার ৫
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Apr 2020 08:41 PM (IST)
মন্দির কমিটির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ১৪৩ ও ২৬৯ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -