মুম্বই: বর্তমান সময়ে মহিলাদের উপর অত্যাচারই সবচেয়ে খারাপ ঘটনা বলে মন্তব্য করলেন বলিউড বাদশা শাহরুখ খান। মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে পরিচালক-অভিনেতা ফারহান আখতার ও চলচ্চিত্র পরিচালক ফিরোজ আব্বাস খান আয়োজিত একটি সচেতনতামূলক অনুষ্ঠানে শাহরুখ বলেছেন, ‘আমি জানি, এখানে উপস্থিত সবাই বিশ্বাস করেন, যে কোনও ধরনের হিংসার ঘটনা খারাপ। মহিলাদের উপর অত্যাচার সবচেয়ে খারাপ ঘটনা। এ বিষয়ে প্রচারকে সমর্থন করার জন্য আপনাদের ধন্যবাদ।’
শাহরুখ আরও বলেছেন, ‘আমি আর ফারহান ভদ্র, শান্ত, লাজুক আর মহিলাদের সম্মান জানাই বলে আমাদের পুরুষালী বলে গণ্য করা হয় না। কিন্তু আমরা মনে করি, নারী ও পুরুষ সমান। আমি নিশ্চিত, এখানে উপস্থিত সবাই মনে করেন, মহিলারা আমাদের তুলনায় এগিয়ে। আমরা ওদের ভয় পাই। আমাদের মেয়ে, বোন, মা, স্ত্রী, বান্ধবীকে ভয় পাওয়াতে কোনও লজ্জা নেই।’ জাভেদ আখতারের লেখা একটি কবিতাও পাঠ করেন শাহরুখ।
শাহরুখ ছাড়াও এই অনুষ্ঠানে পারফর্ম করেন ফারহান, সেলিম-সুলেমান, আরমান মালিক, পাপন, নীতি মোহন, হর্ষদীপ কউর, সুকৃতী কাকর ও প্রকৃতি কাকর।
মহিলাদের উপর অত্যাচার সবচেয়ে খারাপ ঘটনা, মন্তব্য শাহরুখের
Web Desk, ABP Ananda
Updated at:
22 Nov 2017 03:00 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -