নয়াদিল্লি: ভিভিআইপি চপার কেলেঙ্কারিকে অস্ত্র করে সনিয়া গাঁধীকে প্রশ্নবাণ অমিত শাহের। বিজেপি সভাপতির প্রশ্ন, অগুস্তা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার কেলেঙ্কারিতে কারা ‘ঘুষ’ নিয়েছেন, নাম বলুন কংগ্রেস সভানেত্রী।
গতকালই সনিয়া হেলিকপ্টার ডিলে ঘুষের লেনদেনের সঙ্গে তাঁর নিজের ও দলের নেতাদের নাম জড়িয়ে তোলা অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন। তাঁদের চরিত্রহননের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। কিন্তু অমিত শাহ বলেছেন, ওনাকে আমি এটাই জিজ্ঞাসা করতে চাই যে, যারা ঘুষ দিল, তারা ইতালির জেলে। তাহলে যারা ঘুষ নিল, তারা কোথায়? তখন কারা ক্ষমতায় ছিল? দায় তাদের। তাদের সত্যটা সামনে আনতে হবে। দেশবাসীকে জানাতে হবে।
গতকাল সনিয়া বলেছিলেন, তিনি কাউকে ‘ভয়’ পান না। পাল্টা অমিত কটাক্ষ করেছেন, উনি ‘ঠিকই’ বলেছেন, আর সেজন্যই এমন কেলেঙ্কারিগুলি ফাঁস হয়ে যাচ্ছে! বিজেপি সভাপতি এও বলেন, সেজন্যই ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলা, অগুস্তাওয়েস্টল্যান্ড মামলায় আপনি কাউকে ভয় পান না বলে জানান। কিন্তু আমি আপনাকে বলছি, বিজেপি সংবিধান, নীতি-নিয়মকে ভয় করে। আমার মনে হয়, ইতালির আদালত যখন বলেই দিয়েছে যে, হেলিকপ্টার ডিলে ঘুষ দেওয়া হয়েছে, তখন কাউকে ভয় পাওয়া না পাওয়ার মানসিকতা ঝেড়ে ফেলে ওনার পরিষ্কার জানানো উচিত, কারা সেই ঘুষ নিল, কারা দায়ী?
সাবেক ইউপিএ সরকারকে খোঁচা দিয়ে তিনি মন্তব্য করেন, ওরা ক্ষমতায় থাকার সময় যেমন কেলেঙ্কারি ফাঁস হয়েছে, তেমনই ভোটে হেরে বিদায় নেওয়ার দু বছর বাদেও ওদের কেলেঙ্কারি বেরিয়ে আসছে। ইউপিএ এক ‘আজব সরকার’।
ভিআইপি চপার ডিলে কারা ঘুষ নিল, বলুন সনিয়া: অমিত শাহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Apr 2016 11:16 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -