ভিডিওতে দেখুন, দিল্লি মেট্রোয় উদ্দাম নৃত্য দুই পড়ুয়ার
Web Desk, ABP Ananda | 10 Sep 2016 03:41 PM (IST)
নয়াদিল্লি: রংচঙে পোশাক, সঙ্গে পোর্টেবল স্পিকার, হঠাতই দিল্লি মেট্রোয় উদ্দাম নৃত্য শুরু করল দুই পড়ুয়া। হঠাৎ এই পাগলামিতে হকচকিয়ে যায় মেট্রোযাত্রীরা। পড়ে তারাও উপভোগ করতে থাকে সেই পারফর্ম্যান্স। নাচের ভিডিও রেকর্ড করে পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। ২৪ ঘন্টার মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। দেখুন সেই ভিডিও।