রাস্তায় শিশুর পায়চারি, সঙ্গী শজারু, ভিডিও ভাইরাল
ABP Ananda, web desk | 18 Jan 2020 08:42 PM (IST)
একটি শজারুর সঙ্গে পায়চারি করছে এক শিশু। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার মন কেড়ে নিল। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার প্রবীণ কাসওয়ান এই ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভিডিও দেখা যাচ্ছে, রাস্তায় হাঁটাচলা করছে একটি শিশু।
নয়াদিল্লি: একটি শজারুর সঙ্গে পায়চারি করছে এক শিশু। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার মন কেড়ে নিল। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার প্রবীণ কাসওয়ান এই ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভিডিও দেখা যাচ্ছে, রাস্তায় হাঁটাচলা করছে একটি শিশু। কখনও হাঁটছে, কখনও একটু দৌড়ে নিচ্ছে। আর তাল মিলিয়ে তাকে বন্ধুর মতো অনুসরণ করে চলেছে একটি শজারু। প্রবীণ ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, আমরা সবাই এক। একটি ছোট্ট ছেলে তার শজারু বন্ধুর সঙ্গে হাঁটছে। যদিও শজারুকে আলিঙ্গন করাটা বিপজ্জনক হতে পারে। প্রবীণ জানিয়েছেন, ভিডিওটি তাঁকে তাঁর এক বন্ধু পাঠিয়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, ছেলেটি যেভাবে হাঁটছে, সজারু তাকে ঠিক সেভাবেই অনুসরণ করছে। ২২ সেকেন্ডের এই ভিডিও সোশাল মিডিয়ায় নজর কেড়েছে। ইউজাররা তাঁদের উচ্ছ্বাস প্রকাশ করে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন।