নয়াদিল্লি: গতকাল দিল্লিতে হয়ে গিয়েছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার রিসেপশন পার্টি। অনুষ্ঠানে যোগ দেন দুই পরিবারের সদস্যরা, দিল্লির জনাকয়েক ক্রিকেটার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর হাতে ছিল নবদম্পতির জন্য বিশেষ উপহার। তা দেখে দুজনের মুখে চওড়া হাসি খেলে গেল। [embed]https://www.instagram.com/p/Bc-_-7qg1jd/[/embed] বুধবার সকালে নব বিবাহিত বিরাট-অনুষ্কা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। নিমন্ত্রণের কার্ডও তাঁর হাতে তুলে দেন তাঁরা। [embed]https://twitter.com/PMOIndia/status/943496066749440000?ref_src=twsrc%5Etfw[/embed] ক্রিকেটারদের মধ্যে ছিলেন গৌতম গম্ভীর, সুরেশ রায়না ও শিখর ধবন। তবে পার্টি মূলত ছিল দুই পরিবারের সেই সব সদস্যের জন্য যাঁরা ইতালিতে বিয়ে দেখতে যেতে পারেননি।