রইল কোহলির নারী দিবসের জন্যে তৈরি সেই বার্তাটি....তিনি শুরুই করেন এভাবে।
পুরুষ-নারী সমান সমান নয়, হলে তিনি খুবই খুশি হতেন। যৌন নির্যাতন, লিঙ্গ বৈষম্য, বাড়িতে নির্যাতন, শ্লীলতাহানি.... মূলত মহিলাদের ওপর অত্যাচারের তালিকা অন্তহীন। কিন্তু এত কিছুর মধ্যেও তাঁরা জীবনের পথে এগিয়েছেন, এগোচ্ছেন এবং এগোবেন। তাই তাঁদের কুর্ণিশ কোহলির।
তবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুধু কোহলি নন, নারীদের শুভেচ্ছা জানিয়েছেন এই তারকারাও