নয়াদিল্লি: কাশ্মীর নিয়ে করা শাহিদ আফ্রিদির মন্তব্যের জবাব মঙ্গলবার দিয়েছিলেন গৌতম গম্ভীর। বুধবার দিলেন বিরাট কোহলি, কপিল দেব-রা।


এদিন ভারত অধিনায়ক জানিয়ে দেন, ভারতের স্বার্থবিরোধী কোনও কিছুকেই তিনি সমর্থন জানাবেন না। কোহলি বলেন, ভারতীয় হিসেবে আপনি সেটাই বলবেন, যা আপনার দেশের জন্য ভাল। আর আমার স্বার্থ হল তাতেই যাতে আমার দেশের সুবিধা হবে। যদি কোনওকিছু তার পরিপন্থী হয়, তাহলে আমি তা অবশ্যই সমর্থন করব না।

কোহলির মতে, কোনও ইস্যু নিয়ে মন্তব্য করা কারও ব্যক্তিগত পছন্দের বিষয় হতেই পারে। তবে, আমার যদি সেই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান বা তার জটিলতা সম্পর্কে ওয়াকিবহাল না হই, আমি মন্তব্য করা পছন্দ করি না। তবে, আমার স্বার্থ সর্বদা দেশেই হবে।


বর্তমানের মতোই আফ্রিদির মন্তব্যের বিরোধিতা করেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেব-ও। আফ্রিদিকে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই নিয়েই বিস্ময় প্রকাশ করেন তিনি। বলেন, ও কে? আমাদের উচিত কয়েকজনকে গুরুত্ব না দেওয়া।




বলিউডের বিখ্যাত গীতিকার জাভেদ আখতারও আফ্রিদিকে কটাক্ষ করে বলেছেন, কাশ্মীরে শান্তি বজায় রাখা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধ করার জন্য পাক জঙ্গিদের অনুপ্রবেশ বন্ধ করা, পাকিস্তানি সেনাবাহিনীর জঙ্গি শিবির বন্ধ করা এবং বিচ্ছিন্নতাবাদীদের মদত দেওয়া বন্ধ করতে হবে। তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে।


https://twitter.com/ImRaina/status/981490918468415488

মুখ খোলেন সুরেশ রায়নাও। বলেন, কাশ্মীর সর্বদা ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে। তিনি আফ্রিদিকে মনে করিয়ে দেন, কাশ্মীর হল সেই জায়গা যেখানে তাঁর পূর্বপুরুষরা জন্মেছেন। টুইটারে তিনি লেখেন, আশা করব, সবার আগে পাকিস্তান সেনাকে কাশ্মীরে সন্ত্রাসবাদ ও ছায়াযুদ্ধ বন্ধ করতে বলবে আফ্রিদি ভাই।


গতকাল গৌতম গম্ভীর কটাক্ষ করে বলেছিলেন, প্রত্যাশামতোই পাক ক্রিকেটার (আফ্রিদি) নো-বলে আউট করে লাফাচ্ছে।