বিরাট কোহলি এখনও ব্র্যান্ড অ্যাম্বাসাডার, জানাল পিএনবি
Web Desk, ABP Ananda | 23 Feb 2018 08:17 PM (IST)
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি আর পিএনবি-র ব্র্যান্ড অ্যাম্বাসাডার থাকতে চাইছেন না বলে যে খবর শোনা যাচ্ছিল, সেই খবর অস্বীকার করল এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিরাট কোহলি আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। তিনি আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছেন বলে যে খবর রটেছিল, সেটা পুরোপুরি ভুল।’ পিএনবি-র পক্ষ থেকে আরও বলা হয়েছে, নীরব মোদী ও তাঁর সহযোগীদের ১১,৪০০ কোটি টাকা জালিয়াতির তদন্ত করার জন্য অডিট সংস্থা প্রাইসওয়াটারহাউসকুপার্সকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে যে খবর রটেছে সংবাদমাধ্যমে, সেটাও ভুল। সোশ্যাল মিডিয়ায় রটে গিয়েছে, পিএনবি-র একজন গ্রাহককে ৩,০০০ টাকার বেশি তুলতে দেওয়া হবে না। তবে এরকম কোনও নিয়ন্ত্রণ জারি করা হয়নি বলেই জানিয়েছে পিএনবি কর্তৃপক্ষ। রিজার্ভ ব্যাঙ্ক বা কেন্দ্রীয় সরকার অন্যান্য ব্যাঙ্কগুলিকে জালিয়াতির ক্ষতিপূরণ হিসেবে টাকা দেওয়ার নির্দেশ দেয়নি বলেও জানিয়েছে পিএনবি।