সেনা জওয়ানদের দীপাবলির শুভেচ্ছা কোহলির
Web Desk, ABP Ananda | 27 Oct 2016 11:21 PM (IST)
নয়াদিল্লি: দীপাবলির আগে দেশের সেনা জওয়ানদের শুভেচ্ছা জানালেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। ফেসবুকে তিনি এই শুভেচ্ছা জানিয়েছেন। এক ভিডিও বার্তার মাধ্যমে জওয়ানদের শুভ দীপাবলি জানিয়েছেন কোহলি। এই ভিডিওতে কোহলি বলেছেন, ‘আমি বিরাট কোহলি এই দীপাবলির উৎসবে জওয়ানদের অভিনন্দন ও শুভকামনা জানাতে চাই। আমি জানি বাড়ি থেকে দূরে থাকা খুব কঠিন। আপনারা যেভাবে আমাদের দেশ রক্ষা করছেন তা অবশ্যই তারিফের যোগ্য। ভাইসব, বিশ্বাস করুন আমি আর গোটা ভারত সবসময় আপনাদের সঙ্গে থাকবে। জয় হিন্দ।’ এই ভিডিও-র সঙ্গে ‘যখনই কোনও জওয়ানকে দেখবেন, তাঁকে সেলাম করুন। আমরা এই জওয়ানদের জন্যই নিজেদের বাড়িতে শান্তিতে উৎসব পালন করতে পারি। জয় হিন্দ।’ দেখুন সেই ভিডিও