নয়াদিল্লি: বেআইনি আর্থিক লেনদেনের মামলায় হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের ২৭ কোটি টাকা বাজার মূল্যের একটি খামারবাড়ি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।
দক্ষিণ দিল্লির মেহরাউলি এলাকায় ওই খামারবাড়ি তারা বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধী আইনে বাজেয়াপ্ত করেছে। খাতায় কলমে ওই সম্পত্তির মূল্য ৬.৬১ কোটি টাকা হলেও সেটির বাজার মূল্য ২৭ কোটির কম নয়।
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় হিমাচলের মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যেই চার্জশিট দিয়েছে সিবিআই। তাঁর স্ত্রীও পেয়েছেন এই চার্জশিট।
অভিযোগ, তাঁদের প্রায় ১০ কোটি টাকার সম্পত্তি আয়ের সঙ্গে সঙ্গতিহীন।
দুর্নীতি মামলায় হিমাচলের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের ২৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Apr 2017 01:10 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -