নয়াদিল্লি: আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহকে চার্জশিট দিল সিবিআই। তাঁর স্ত্রীও এই মামলায় চার্জশিট পেয়েছেন। বীরভদ্রের পরিস্থিতি আরও জটিল করে কয়েক ঘণ্টা আগে দিল্লি হাইকোর্ট জানিয়ে দেয়, তাঁকে গ্রেফতার বা জেরার ওপর স্থগিতাদেশ দেবে না তারা।

দিল্লির এক বিশেষ আদালতে ৮২ বছরের মুখ্যমন্ত্রী সহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় সিবিআই। তাঁর বিরুদ্ধে দুর্নীতিবিরোধী আইনে মামলা রুজু হয়েছে।

এই মামলাতেই বীরভদ্র ও তাঁর স্ত্রী নিজেদের গ্রেফতারি রুখতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে অব্যাহতি চান তাঁরা। কিন্তু আদালত আজই তাঁদের আবেদন খারিজ করে দিয়েছে।

২০১৫-র পয়লা অক্টোবর হিমাচল প্রদেশ হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে বীরভদ্র এই মামলায় গ্রেফতারি ও সিবিআই জেরার হাত এড়াতে পেরেছিলেন। আদালত বলেছিল, কোর্টের অনুমতি ছাড়া তাঁকে চার্জশিটও দিতে পারবে না সিবিআই। কিন্তু সুপ্রিম কোর্ট মামলাটি দিল্লি হাইকোর্টে পাঠিয়ে দেয়। শীর্ষ আদালত বলে, তারা মামলার যথার্থতা নিয়ে কোনও মন্তব্য করতে চায় না, শুধু ন্যায়ের স্বার্থে ও বিচারব্যবস্থাকে বিব্রত হওয়া থেকে বাঁচাতে মামলাটি অন্যত্র সরিয়ে দিচ্ছে।