নয়াদিল্লি: কাশ্মীরে ভোটের দিন মারমুখী পাথরবাজ যুবকদের হাত থেকে বাহিনীর জওয়ানদের রক্ষা করতে এক কাশ্মীরী যুবককে মানবঢাল হিসাবে ব্যবহার করায় তুমুল সমালোচনা হলেও সেনা কর্তৃপক্ষ মেজর নিতিন লিতুল গগৈয়ের পাশে দাঁড়িয়েছে। সেদিন তিনিই সিদ্ধান্ত নিয়েছিলেন ফারুক আহমেদ দার নামে কাশ্মীরের লোকটিকে সেনার জিপের সামনে বেঁধে ঘোরানো হবে যাতে ভোট বানচাল করতে আসা যুবকরা পাথর ছোঁড়া থেকে বিরত থাকে।

তাঁর পরিস্থিতি বিচার করে এমন চটজলদি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেখে গগৈকে বিশেষ মেডেল দিয়ে সম্মান দিয়েছে সেনা কর্তৃপক্ষ।

সেনা অফিসারের প্রশংসায় দরাজ বীরেন্দ্র সহবাগও। প্রাক্তন ক্রিকেটার ট্যুইট করে তাঁর মেডেল প্রাপ্তির জন্য অভিনন্দন জানিয়েছেন গগৈকে।

 


৫৩ বছর বয়সি সেনার ৫৩ রাষ্ট্রীয় রাইফেলসের অফিসার জওয়ানদের প্রাণরক্ষায় দারুণ কাজ করেছেন, এহেন বাহবা দিয়েছেন সহবাগ, যিনি নানা সময়ে জাতীয়তাবাদ, দেশের নিরাপত্তার মতো ইস্যুতে বরাবরই সোস্যাল মিডিয়ায় নিজের অবস্থান খোলাখুলি জানিয়ে থাকেন।