এবার ব্যাট ঘোরাতে ঘোরাতে বিতর্কে নেমেছেন স্বয়ং বীরেন্দ্র সহবাগ। নিজস্ব কেয়ার করি না ধাঁচে বীরুও টুইটারে পোস্ট করেছেন হাতে পোস্টার ধরা ছবি। তাতে লেখা, আমি তো দুটো ট্রিপল সেঞ্চুরি করিনি, আমার ব্যাট করেছে।
ব্যাস, টুইটারে ঝড়!
বীরুর প্রত্যুৎপন্নতায় মুগ্ধ অভিনেতা রণদীপ হুডা হাততালি দিয়ে তাঁর প্রশংসা করেন।
কিন্তু বহু টুইটারেটি এই ঠাট্টা ভালভাবে নেননি। সহবাগ ও হুডার প্রতি শুরু হয় ব্যক্তিগত আক্রমণ।
কিন্তু নিন্দার তুলনায় সমর্থনের ঢল ছিল অনেক প্রবল। গুরমেহেরের বক্তব্য নিয়ে একাধিক টুইটার মেমেও তৈরি হয়ে যায়।