নয়াদিল্লি: ভিসার আবেদন খারিজ করে দেওয়ার পরদিনই আমজাদ আলি খানের সঙ্গে কথা বলতে চাইল ব্রিটিশ হাই কমিশন। সামনের মাসেই লন্ডনের রয়্যাল  ফেস্টিভেল হলে অনুষ্ঠান করার কথা ছিল আমজাদের।

ব্রিটেন সফরের ভিসার আবেদন বাতিল হওয়ায় মর্মাহত, স্তম্ভিত সরোদিয়ার সঙ্গে তাঁরা কথা বলবেন বলে শনিবার জানালেন হাই কমিশনের মুখপাত্র। বিশ্বজুড়ে খ্যাতি যাঁর, সেই সরোদিয়ার ভিসা এই প্রথম বাতিল করেছেন তাঁরা। আমজাদ গতকালই ভিসা বাতিল হওয়ায় মুষড়ে পড়ে বলেছেন, সাতের দশকের শুরু থেকে বলতে গেলে প্রতি বছরই অনুষ্ঠান করি ব্রিটেনে। এই প্রথম এমন হল। নিজের ট্যুইটে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে ট্যাগ করে তিনি বলেছেন, শিল্পীরা প্রেম-ভালবাসা, শান্তির বাণী ছড়িয়ে দেন। তাঁদের কাছে এটা খুব দুঃখের ব্যাপার।

আমজাদের ভিসার আবেদন প্রত্যাখ্যানের ব্যাপারে হাই কমিশনের মুখপাত্রটি বলেন, আমরা ব্যক্তিবিশেষের সমস্যার ব্যাপারে বিস্তারিত তথ্য দিই না, মন্তব্য করি না। কিন্তু এটা নিশ্চিত করতে পারি, আমরা শ্রী খানের  সঙ্গে কথা বলে তাঁকে বোঝানোর চেষ্টা করব, ব্রিটেনে যেজন্য তিনি যেতে চান, সে ব্যাপারে ঠিক কী ধরনের ভিসার জন্য তাঁকে আবেদন করতে হবে।

গতকাল বাবার ব্রিটিশ ভিসার আর্জি খারিজ হয়ে যাওয়ায় ক্ষোভ জানিয়েছিলেন আমজাদ-পুত্র আমান আলিও। তিনি ভারত সরকারের হস্তক্ষেপ চেয়েছিলেন।