মোবাইল চোরকে ধরে ফেললেন দৃষ্টিহীন ব্যক্তি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jun 2016 07:30 AM (IST)
নয়াদিল্লি: দৃষ্টিশক্তি নেই, কিন্তু প্রতিবর্ত ক্রিয়া অত্যন্ত তৎপর শাকির নামে এই ব্যক্তির। সেটার জোরেই তিনি হাতেনাতে ধরে ফেললেন এক মোবাইল চোরকে। অনেক চেষ্টা করেও পালাতে পারেনি সে। ঘটনাটি গত শুক্রবারের। উত্তর দিল্লির মুখার্জিনগর অঞ্চলে একটি এটিএম-এ যাচ্ছিলেন শাকির। সেই সময় একটি মোটরবাইকে চড়ে তিন দুষ্কৃতী সেখান দিয়ে যাচ্ছিল। তারা শাকিরের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু শাকির সেই চোরকে ধরে ফেলে বাইক থেকে টেনে নামান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম বিজয় (২২)। শাকির দৃষ্টিহীন বুঝতে পেরে সে তাঁকে আক্রমণ করে। কিন্তু বিশেষ কিছু করতে পারেনি। শাকির তাকে পালাতে দেননি। আশেপাশের লোকজন এরপর ছুটে এসে চোর ধরে ফেলেন। তাঁরাই তাকে পুলিশের হাতে তুলে দেন। বিজয়ের দুই সঙ্গী ধীরাজ ও পাপ্পু পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে।