নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিকে সিংহ লিখেছেন, ‘রাম কিষণের আত্মহত্যা খুবই দুঃখজনক। ওই শোকের সময়ে তাঁর পরিবারকে সমবেদনা জানাচ্ছি। কিন্তু এটা বুঝতে হবে যে, আত্মহত্যাকারী ব্যক্তির মানসিক পরিস্থিতিও খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত, অবসাদ ও নিরাশাগ্রস্ত ব্যক্তিই এই পদক্ষেপ নেয়। আমাদের সমাজে লোকজন এ সম্পর্কে কথাবার্তা খুব একটা পছন্দ করেন না। আমার কোনও সন্দেহ নেই যে, সঠিক সময়ে কেউ রাম কিষণকে সাহায্য করতেন, তাহলে আজ তিনি আমাদের সঙ্গেই থাকতেন’।
ভিকে সিংহ আরও বলেছেন, এক পদ এক পেনশনের দাবিতে বিগত সরকারের বিরুদ্ধে তাঁরা সংগ্রাম করেছিলেন। পরে এনডিএ সরকার সেই দাবি মেনে নিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, যে সরকার এই দাবি মেনে নিয়েছে, সেই সরকারের বিরুদ্ধে হতাশ হয়ে কোনও সৈনিক কি আত্মহত্যা করতে পারেন?
কেন্দ্রীয় মন্ত্রী এরপর বিরোধীদের দিকেও আঙুল তুলেছেন। রাজনৈতিক ফায়দা তোলার জন্য রাম কিষণকে কেউ আত্মহত্যার জন্য প্ররোচিত করেছিল কিনা, সেই প্রশ্নও তুলেছেন ভিকে সিংহ। তাঁর আরও প্রশ্ন, আত্মহত্যার কথা যখন রাম কিষণ ভাবছিলেন তখন তাঁর সঙ্গে কারা ছিলেন।এছাড়াও তাঁকে বিষ কে এনে দিল, সেই প্রশ্নও তুলেছেন ভিকে সিংহ।
কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, এ সব বিষয়ে বিস্তারিত তদন্ত হওয়া উচিত।
ভি কে সিংহের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিরোধীরা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বলেছেন, ভিকে সিংহর লজ্জা করা উচিত।
কংগ্রেস নেতা আরপিএন সিংহ বলেছেন, ভিকে সিংহর মন্তব্য প্রাক্তন সেনাপ্রধানোচিত নয়। প্রাক্তন সমরকর্মীর মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলে গর্হিত কাজ করেছেন ভিকে সিংহ। তিনি বলেছেন, একজন প্রাক্তন সেনাপ্রধান এই প্রশ্ন তুলছেন, যা খুবই দুর্ভাগ্যজনক।