কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিংহ উত্তর প্রদেশে ওড়ালেন উচ্চতম তেরঙা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Jan 2018 02:25 PM (IST)
গাজিয়াবাদ: প্রজাতন্ত্র দিবসের আগের দিন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি কে সিংহ উত্তর প্রদেশের গাজিয়াবাদে দীর্ঘতম তেরঙা ওড়ালেন। পতাকার দণ্ডটির দৈর্ঘ্য ছিল ২১১ ফুট। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পার্কে এই পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় মন্ত্রী। স্থানীয় বিজেপি জানিয়েছে, জাতীয় পতাকার দণ্ড ২১১ ফুট হওয়ার পাশাপাশি পতাকাটি দৈর্ঘ্যে ছিল ৬০ ফুট। চওড়ায় ৪০ ফুট। এই পতাকা ও তাকে বসাতে ভিত তৈরি করতে গাজিয়াবাদ নগর নিগমের খরচ হয়েছে প্রায় ২৩ লাখ টাকা। কংগ্রেসের অবশ্য অভিযোগ, প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পতাকা উত্তোলন করে মন্ত্রী জাতীয় পতাকার অবমাননা করেছেন।