আনলিমিটেড কল, রোমিং ও ইন্টারনেট ডেটা সহ ভোডাফোনের নয়া প্ল্যান
ABP Ananda, web desk | 22 Aug 2016 11:54 AM (IST)
নয়াদিল্লি: ভোডাফোন তাদের ৩জি ও ৪জি গ্রাহকদের জন্য নতুন প্ল্যান চালু করল। এই প্ল্যানে কোম্পানি গ্রাহকদের আনলিমিটেড ভয়েস কল, রোমিং-এর সঙ্গে ইন্টারনেট ডেটারও সুবিধা দিচ্ছে। এই প্ল্যান অনুসারে ১,৯৯৯ টাকার পোস্টপেড প্ল্যানে ৮ জিবি পর্যন্ত ৩ জি বা ৪ জি ডেটা, আনলিমিটেড লোকাল ও ন্যাশনাল কলের সঙ্গে মিলবে আনলিমিটেড রোমিংও। শুধু তাই নয়, এই প্ল্যানে মাসে ৫০০ এসএমএস ফ্রি। দ্বিতীয় প্ল্যানে মাসে ১,৬৯৯ টাকায় গ্রাহকরা ৬ জিবি পর্যন্ত ৩জি বা ৪জি ডেটা, আনলিমিটেড লোকাল ও ন্যাশনাল কল, ইনকামিংয়ের ক্ষেত্রে আনলিমিটেড রোমিং এবং আউটগোয়িংয়ের ক্ষেত্রে প্রতি মিনিটে ৫০ পয়সার সুবিধা পাবেন। সেইসঙ্গে পাওয়া যাবে ৫০০ এসএমএস। ১,২৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতি মাসে ৪ জিবি পর্যন্ত ৩জি বা ৪ জি ডেটা, ৩ হাজার লোকাল ও ন্যাশনাল কল মিনিট, ইনকামিং ফ্রি রোমিং এবং আউটগোয়িংয়ে প্রতি মিনিটে ৫০ পয়সার সুবিধা এবং ৫০০ এসএমএস ফ্রি পাবেন। নির্ধারিত সীমার চেয়ে বেশি ডেটা ব্যবহার করলে গ্রাহকদের প্রতি এমবি-তে ৫০ পয়সা করে দিতে হবে। কোম্পানি তাদের নয়া গ্রাহকদের জন্য তিনটি এমন এন্ট্রি লেভেল প্ল্যানও অফার করেছে যাতে ডবল ডেটা অফার মিলবে। এছাড়াও কোম্পানি আরও চারটি ভোডাফোন রেডপ্ল্যানও চালু করেছে। এই প্ল্যানগুলি ৪৯৯,৬৯৯ এবং ৯৯৯ টাকার। ৯৯৯ টাকার প্ল্যানে ৩ জিবি ৩জি বা ৪জি ডেটার সঙ্গে রয়েছে কল ও এসএমএসের সুবিধা। ৪৯৯ টাকায় গ্রাহকরা মাসে ১ জিবি ৩জি বা ৪জি ডেটা, সঙ্গে ২০০০ লোকাল বা ন্যাশনাল কল মিনিট এবং ৫০০ এসএমএসেপ সুবিধা পাবেন।