নয়াদিল্লি: দেশের বিভিন্ন স্থানে গো-রক্ষকদের হামলা সহ বিভিন্ন হিংসাত্মক ঘটনার মাধ্যমে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে ভিন্নমত স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এমনই অভিযোগ জানালেন বিরোধীরা। আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিরাও এই প্রতিনিধি দলে ছিলেন। তাঁরা দেশে আইনের শাসন নিশ্চিত করার জন্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেন। সাংবিধানিক গণতন্ত্র ও নাগরিকদের মৌলিক অধিকার সুনিশ্চিত করার জন্য বিভিন্ন বিষয় উল্লেখ করে রাষ্ট্রপতির হাতে একটি স্মারকলিপিও তুলে দেন বিরোধীরা।
রাষ্ট্রপতি ভবন থেকে প্রতিনিধি দল বেরিয়ে আসার পর রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ বলেন, দেশজুড়ে বিরোধীদের কন্ঠরোধ করার চেষ্টা চলছে। সন্ত্রাস ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে। এ বিষয়ে তাঁরা রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেছেন। এছাড়া ইভিএম জালিয়াতির বিষয়েও রাষ্ট্রপতির সঙ্গে তাঁদের কথা হয়েছে।
রাজস্থানের আলোয়ারে সম্প্রতি গরু পাচারকারী সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারা হয়েছে। উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর সহ দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। এ বিষয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেন বিরোধী নেতারা।
বিরোধীদের কন্ঠরোধের চেষ্টা, দেশে সন্ত্রাসের পরিবেশ, রাষ্ট্রপতিকে নালিশ বিরোধীদের
Web Desk, ABP Ananda
Updated at:
12 Apr 2017 05:56 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -