নয়াদিল্লি: যে কোনও পার্টিকে ভোট দিন। শুধু বিজেপিকে বাদ দিয়ে। আম আদমি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে দিল্লির রামলীলা ময়দানে এক জনসভায় এ কথা বললেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।


আগামী মাসে গুজরাতে ভোট। লড়াই হবে ১৮২ আসনে, কয়েকটিতে প্রার্থী দেবে আপ। নরেন্দ্র মোদীর রাজ্যে তারা কোনওভাবেই লড়াইয়ের জায়গায় নেই। সম্ভবত সে কথা মাথায় রেখেই কেজরী বিজেপির বিরুদ্ধে বিরোধীদের ঘুরিয়ে একজোট হওয়ার আবেদন করেছেন। তিনি বলেছেন, যদি মনে হয় আপ জিততে পারে, আপকে ভোট দিন। যদি মনে হয় অন্য দল জিতবে, ভোট দিন তাদের। বিজেপিকে হারানোই একমাত্র লক্ষ্য।

দিল্লির মুখ্যমন্ত্রীর অভিযোগ, কংগ্রেসের থেকে বিজেপি বেশি দুর্নীতিগ্রস্ত। বিচারপতিরাও এই শাসনে নিরাপদ নন। নোটবাতিল ও জিএসটির ফলে গোটা দেশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। সবাই এখন গুজরাতের দিকে তাকিয়ে, প্রার্থনা করছে, বিজেপি যেন হারে। ২০১৪-য় ক্ষমতায় আসার পর থেকে বিজেপি দেশকে দুভাগ করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

তাঁর বক্তব্য, পাক গোয়েন্দা সংস্থা আইএসআই ৭০ বছরে যা করতে পারেনি, বিজেপি তা ৩ বছরে করেছে। পাকিস্তানের সবথেকে বড় স্বপ্ন ভারতকে হিন্দু-মুসলমানে ভাগ করা। তা হলে ভারত দুর্বল হয়ে যাবে, ওরা এ দেশ দখল করতে পারবে। বিজেপি তাই করে ফেলেছে তাদের ৩ বছরের শাসনে।