নয়াদিল্লি: উত্তরপ্রদেশের ফুলপুর ও গোরখপুর এবং বিহারের আরারিয়া লোকসভা আসনের উপনির্বাচনে আজ ভোট গ্রহণ করা হচ্ছে। বিজেপির শক্তঘাঁটি ফুলপুর ও গোরখপুরে এবার ত্রিমুখী লড়াই। সবচেয়ে তাত্পর্য্যপূর্ণ হল, এই দুই আসনে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকে সমর্থন করছে মায়াবতীর নেতৃত্বাধীন বিএসপি। কংগ্রেস আলাদা লড়ছে।
গোরখপুরে ভোট দেওয়ার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছেন, দুই আসনেই বিপুল ভোটে জিতবে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ণের কর্মসূচীকে মানুষ সমর্থন জানাবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে তাঁর দাবি, ২০১৯-র লোকসভা নির্বাচনেও জিতবে বিজেপি।
বিজেপি ফুলপুরে কৌশলেন্দ্র সিংহ পটেল এবং গোরখপুরে উপেন্দ্র দত্ত শুক্লাকে প্রার্থী করেছে। ফুলপুরে ও গোরখপুরে সপা প্রার্থী যথাক্রমে প্রবীণ নিশাদ এবং নগেন্দ্র প্রতাপ সিংহ পটেল। এই দুই আসনে কংগ্রেস প্রার্থী যথাক্রমে মণীষ মিশ্র এবং সুরীতা করিম।
এই দুটি আসনই রাজ্যের শাসক দল বিজেপির পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটি আসনই ছিল বিজেপির। গোরখপুর থেকে নির্বাচিত হয়েছিলেন যোগী এবং ফুলপুর থেকে জিতেছিলেন উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য।
২০১৭-র বিধানসভা নির্বাচনে সপার সঙ্গে জোট বেঁধে লড়াই করেছিল সপা এবং কংগ্রেস। কিন্তু ভোটে জোটের ভরাডুবি হয়।
এবার গোরখপুর আসনে হাত মিলিয়েছে রাজ্য রাজনীতির একদা দুই প্রবল প্রতিপক্ষ সপা এবং বিএসপি। সেজন্য এই আসনের উপনির্বাচনের দিকে চোখ রাজনৈতিক মহলের। এই নির্বাচনের ফলাফল ২০১৯-র লোকসভা নির্বাচনের আগে বিজেপির মোকাবিলায় রাজ্যে নয়া রাজনৈতিক সমীকরণের পথ প্রশ্বস্ত করতে পারে। গৈরিক শিবিরের জয়ের ধারা রোখার ক্ষেত্রে বিভিন্ন বিরোধী দলের জোট কতটা সফল হতে পারে তার একটা মহড়া এই দুই আসনের উপনির্বাচনে হয়ে যাবে।
গোরখপুর আসনে গত পাঁচবার জিতেছেন যোগী। তাঁর আগে তাঁর গুরু যোগী অভৈদ্যনাথ তিনবার এই আসন থেকে জয়ী হয়েছিলেন।ফুলপুর একটা সময় কংগ্রেসের শক্তঘাঁটি ছিল। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই আসন থেকেই জয়ী হয়েছিলেন। কিন্তু ২০১৪-য় গৈরিক ঝড়ে সেই গড়ে ধাক্কা লাগে। জয়ী হন মৌর্য্য। পরে তিনি উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হন।
কাজেই এই দুই আসন ধরে রাখা বিজেপির কাছে একটা চ্যালেঞ্জ।
অন্যদিকে, আরারিয়া আসনের উপনির্বাচন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কাছে একটা বড় পরীক্ষা। আরজেডি-র সঙ্গে জোট ছেড়ে বেরিয়ে এসে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে জেডি-ইউ-র সরকার গঠনের পর এই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আরজেডি সাংসদ মহম্মদ তসলিমউদ্দিনের মৃত্যুর কারণে আসনটি শূন্য হয়েছে। এই আসনে লড়াই তসলিমউদ্দিনের ছেলে সরফরাজ আহমেদের সঙ্গে বিজেপির প্রদীপ সিংহর।
বিহার বিজেপির সভাপতি নিত্যানন্দ রাইয়ের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ দায়ের হয়েছে। তিনি বলেন যে, সরফরাজ আলম জিতলে আরারিয়া আইএসআইয়ের ঘাঁটিতে পরিণত হবে। এই মন্তব্যের জন্যই তাঁর বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের হয়েছে।
নজরে নয়া রাজনৈতিক সমীকরণ: আজ উপনির্বাচন গোরখপুর ও ফুলপুর আসনে, ভোট বিহারের আরারিয়াতেও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Mar 2018 10:14 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -