মোরেনা (মধ্যপ্রদেশ): মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারিতে অভিযুক্তের আত্মহত্যা। মোরেনা টাউনের কাছে মহারাজপুরে নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে প্রবীণ যাদব নামে এক অভিযুক্ত আত্মঘাতী হয়েছেন বলে জানাল পুলিশ। মধ্যপ্রদেশে প্রফেশনাল এক্সামিনেশন বোর্ড (এমপিপিইবি) পরিচালিত প্রবেশিকা পরীক্ষায় ব্যাপক অনিয়ম, নয়ছয়ের ঘটনা ২০১২ সালে প্রকাশ্যে আসার পর দেশজুড়ে প্রবল শোরগোল হয়েছিল। তারপর এই কেলেঙ্কারির একের পর এক অভিযুক্ত বা সাক্ষীর রহস্যজনক মৃত্যু ঘটতে থাকে, যার জেরে ২০১৫ সালে ব্যাপম সংক্রান্ত সব মামলার সিবিআই তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ২০০৮-০৯ সালে এমপিপিইবি পরিচালিত প্রাক মেডিকেল টেস্ট পরীক্ষায় পাশ করে গোয়ালিয়রের গজরা রাজে সরকারি মেডিকেল কলেজে মেডিকেল কোর্সে ভর্তি হন আত্মঘাতী ২৭ বছরের ওই যুবক। ব্যাপক কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর তাঁকে অভিযুক্ত করে তদন্তকারী এসটিএফ। রামকুমার যাদব নামে তাঁর এক আত্মীয় বলেন, হাইকোর্টের জব্বলপুর বেঞ্চে ওকে ব্যাপম সংক্রান্ত মামলায় নিয়মিত হাজিরা দিতে হত। সিবিআই ওকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল। পাশাপাশি বেকার হয়ে পড়েছিল। বারবার জেরার মুখে পড়ে মানসিক ভাবে বিপর্যস্ত হয়েই চরম পদক্ষেপ বেছে নেয় প্রবীণ। বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন প্রবীণ। আত্মহত্যার মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ।