আলিরাজপুর/ ভাদোদরা:  ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে থাকাকালীন নিরাপত্তারক্ষীর বন্দুকের গুলিতে জখম কিশোরী। মধ্যপ্রদেশের আলিরাজপুরের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখার বাইরে ঘটে দুর্ঘটনা।


পুলিশ জানিয়েছে, রমিলা জামরা নামে বছর ১৭-র ওই কিশোরী ব্যাঙ্কে এসেছিলেন টাকা বদল করতে। লাইনে দাঁড়িয়ে থাকাকালীন আচমকা নিরাপত্তা রক্ষীর বন্দুকের গুলি এসে লাগে তাঁর পায়ে। তত্ক্ষণাত্ ভাদোদরার স্যার সায়াজিরাও জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় মেয়েটিকে। রমিলার অবস্থা এখন ভালো, জানিয়েছে হাসপাতালের অর্থপেডিক বিভাগ।

ব্যাঙ্ক ম্যানেজার পরভিন তিওয়ারি জানিয়েছেন, ব্যাঙ্কের নিরাপত্তা রক্ষী কুশল সিংহ তাঁর রাইফেলটি পুলিশের হেড কনস্টেবল শ্যামলালের কাছে রেখে খেতে যান। শ্যামলাল চেয়ার বসা অবস্থায় ছিলেন। দুই হাঁটুর মাঝে ছিল বন্দুকটি। হঠাত্ই হাত ফসকে গুলি ছিটকে বেরোয়। ইচ্ছাকৃতভাবে গুলি চালাননি তিনি।

পুলিশ জানিয়েছে, কুশল এবং শ্যামলাল দুজনের বিরুদ্ধেই থানায় মামলা রুজু হয়েছে। যদিও এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।