ফ্লিপকার্টের ৭৭ শতাংশ শেয়ার কিনে নিল ওয়ালমার্ট
Web Desk, ABP Ananda | 09 May 2018 06:52 PM (IST)
নয়াদিল্লি: ১৬ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ভারতের ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্টের ৭৭ শতাংশ শেয়ার কিনে নিল মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা ওয়ালমার্ট। ফ্লিপকার্টের ইতিহাস থেকে শুরু করে ভবিষ্যতে কী হতে চলেছে, একনজরে দেখে নেওয়া যাক · ২০০৭ সালে বেঙ্গালুরুতে ফ্লিপকার্ট সংস্থা গড়ে তোলেন সচিন বনসল ও বিনি বনসল। ২০০৫ সালে আইআইটি দিল্লিতে তাঁদের আলাপ হয়। তাঁরা আমাজনে চাকরি করেছিলেন। অনলাইনে বই বিক্রির মধ্যে দিয়ে ফ্লিপাকার্টের যাত্রা শুরু · ফ্লিপকার্টে প্রথম যে বইটি বিক্রি হয়েছিল সেটি হল জন উডের লেখা লিভিং মাইক্রোসফট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড· ফ্লিপকার্টের প্রথম পূর্ণ সময়ের কর্মী অম্বুর আয়াপ্পা · ২০০৯ সালে টেনসেন্ট, ইবে ও মাইক্রোসফট সংস্থা থেকে ১.৪ বিলিয়ন মার্কিন ডলার উপার্জন করে ফ্লিপকার্ট · ২০১১ সালে সিঙ্গাপুরে নথিবদ্ধ সংস্থা হয় ফ্লিপকার্ট · ২০১০ সালে ভারতের প্রথম ই-কমার্স সংস্থা হিসেবে ক্যাশ অন ডেলিভারি পরিষেবা শুরু করে ফ্লিপকার্ট। এর ফলে অনলাইনে কেনাকাটার ধরনই বদলে যায় · উইরিড, লেটসবাই, এফএক্স মার্ট, মিন্ত্রা, ফোন পে-র মতো সংস্থাগুলি অধিগ্রহণ করেছে ফ্লিপকার্ট। এছাড়া জিভস ও এনজিপে সংস্থার অধিকাংশ শেয়ার অধিগ্রহণ করেছে ফ্লিপকার্ট · ২০১৭ সালে ফ্লিপকার্টের নথিবদ্ধ গ্রাহকের সংখ্যা ১০০ মিলিয়ন ছাড়িয়ে যায়। আজ এই সংস্থার এক লক্ষেরও বেশি নথিবদ্ধ বিক্রেতা ও ২১টি গুদাম আছে · ফ্লিপকার্টের পরিচালন সমিতিতে কিছু রদবদল হয়েছে। সিইও হয়েছেন কল্যাণ কৃষ্ণমূর্তি। বিনি হয়েছেন গ্রুপ সিইও। সচিন চেয়ারম্যানই আছেন · স্ন্যাপডিল কেনার প্রস্তাব দিয়েছিল ফ্লিপকার্ট। তবে শেষপর্যন্ত চুক্তি বাস্তবায়িত হয়নি · ওয়ালমার্টের সঙ্গে চুক্তির আগে বিনিয়োগকারীদের কাছ থেকে ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের শেয়ার কিনে নেয় ফ্লিপকার্ট ভারতে ওয়ালমার্টের ব্যবসার ইতিহাস একনজরে দেখে নেওয়া যাক · ২০০৭ সালে ভারতী এন্টারপ্রাইজেসের সঙ্গে চুক্তির মাধ্যমে ভারতের বাজারে প্রবেশ করে ওয়ালমার্ট। ২০০৯ সালের মে মাসে পঞ্জাবের অমৃতসরে প্রথম দোকান খোলে এই মার্কিন সংস্থা · ২০১৪ সাল থেকে ভারতে এককভাবে ব্যবসা শুরু করে ওয়ালমার্ট · এখন ভারতের ৯টি রাজ্যে ২১টি অমনি-চ্যানেল ক্যাশ অ্যান্ড ক্যারি স্টোর রয়েছে ওয়ালমার্টের · ভারতে ১০ লক্ষেরও বেশি মানুষ তাদের সংস্থার সঙ্গে যুক্ত বলে জানিয়েছে ওয়ালমার্ট · গত বছরের নভেম্বরে মুম্বইয়ে ভারতের প্রথম ফুলফিলমেন্ট সেন্টার খুলেছে ওয়ালমার্ট · ভারতে বিভিন্ন ধরনের ব্যবসা চালাচ্ছে ওয়ালমার্ট