চেন্নাই:  'পদ্মাবতী' নিয়ে বিতর্ক থামছেই না। প্রতিদিন নতুন নতুন হুমকি আসছে ছবির পরিচালক সঞ্জয় লীলা বনশালি সহ অভিনেতা-অভিনেত্রীদের কাছে। বাড়ানো হয়েছে তাঁদের নিরাপত্তা। পদ্মাবতীর চরিত্রে অভিনয় করা দীপিকা পাড়ুকোনের কখনও নাক কেটে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। কখনও আবার সরাসরি খুনের হুমকি দিয়ে অভিনেত্রীর মাথার দাম ধার্য করা হচ্ছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে অভিনেত্রীর পাশে দাঁড়ালেন দক্ষিনী সুপারস্টার কমল হাসান।




সম্প্রতি কানাঘুষোয় শোনা যাচ্ছিল রাজনীতিতে পা রাখতে চলেছেন কমল। তিনি বিবৃতি দিয়ে একথাও জানান, তিনি যে দলেই যোগ দিক না কেন, তাঁর দলের রঙ গেরুয়া কখনওই হবে না। এমন ভাবনাচিন্তার মাঝেই ‘পদ্মাবতী’ দীপিকার পাশে এসে দাঁড়ালেন কমল। প্রসঙ্গত, রবিবার হরিয়ানা বিজেপির মিডিয়া কোর্অডিনেটর সুরাজপাল আমু টুইট করেন, অভিনেত্রীর মাথার দাম ধার্য হয়েছে দশ কোটি। তাঁর জবাবে দক্ষিণী সুপারস্টার পাল্টা টুইট করেন,





এদিকে সুরাজপালের এই মন্তব্যে আরও জোড়াল হয়েছে রাজস্থানের কট্টরপন্থী সংগঠনগুলির বিক্ষোভ। তাদের বক্তব্য, ছবিতে ইতিহাসকে বিকৃত করে পদ্মীনির চরিত্রটি খারাপ আলোয় দেখানো হয়েছে। এর আগে কার্ণি সেনার সদস্যরা দীপিকার নাক কেটে নেওয়ার হুমকি দেয়। এবার মাথার দাম ধার্য হল। বিক্ষোভ-আন্দোলন ছড়িয়ে পড়ছে সারা দেশজুড়ে। এমনকি সমালোচনার মুখেও নিজের মন্তব্য থেকে একচুল পিছিয়ে আসেননি সুরাজপাল। তাঁর দাবি, তিনি রাজপুত হিসেবে এই মন্তব্য করেছেন, এরসঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।

সারা দেশ এখন বনশালির ‘পদ্মাবতী’ বিতর্কে উত্তাল। দুশো কোটির ছবির মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারির দাবিতে, একাধিক জায়গায় বিক্ষোভ, আন্দোলনও চলছে। এই অবস্থায় ডিসেম্বরের ১ তারিখ ‘পদ্মাবতী’ মুক্তির সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছেন ছবির নির্মাতারা। কবে মুক্তি পাবে এই ছবি, সেই নিয়ে আলোচনা হবে আগামী দিনে।